দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থানের ঘোষণা পিএসসি সংস্কার আন্দোলনের

শাহবাগ ব্লকেড কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে হাতাহাতি ও পিএসসির সংস্কারের জন্য ১০ দফা দাবি আদায় না হ‌ওয়া পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পালন করবে ‘পিএসসি সংস্কার আন্দোলন’ ব্যানারে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা।

শুক্রবার (৪ জুন) শাহবাগে অবস্থানকালে পুলিশের হামলায় শিকার হয়ে রাজুতে এসে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের নেতারা।

আন্দোলনকারীরা জানান, আজকে শাহবাগে পুলিশ হামলা করছে। তারা অপেশাদার দায়িত্ব পালন করছেন। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে যেসব পুলিশ হামলা করেছে, তাদের শাস্তির আওতার আনতে হবে। সেই সঙ্গে পিএসসি সংস্কার আন্দোলন জন্য যে ১০ দফা দাবি ছিল—তা মেনে নিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমার রাজুতে দিনরাত অবস্থান কর্মসূচি পালন করবো।