রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য শুভ ওরফে হৃদয়কে (২০) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-২। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়।
বুধবার (৯ জুলাই) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) রাতে র্যাব জানতে পারে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় কতিপয় ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্র ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর তাৎক্ষণিকভাবে র্যাব-২-এর একটি দল অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে হৃদয়কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত হৃদয় সম্প্রতি চাপাতি হাতে প্রকাশ্যে মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে— যা পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারে র্যাব-২ এর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।