করোনাভাইরাস: কিট তৈরিতে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান

1

করোনাভাইরাস শনাক্তকরণ কিটস তৈরিতে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণায় ৫ লাখ টাকা অনুদান দিয়েছে ‘ফিউচার বাংলাদেশ নামে’ একটি সংগঠন। সোমবার (২৩ মার্চ) বিকালে গণস্বাস্থ্যের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে করোনাভাইরাস (কেভিড-১৯) বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সোমবার ফিউচার বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষে কে এম নাজমুল হক গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর হাতে করোনাভাইরাস প্রতিরোধে পক্ষে কাজ করার জন্য পাঁচ লাখ টাকার চেক প্রদান করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির চেষ্টার সফল হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণস্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কিট তৈরির জন্য অনেক অর্থ প্রয়োজন। দেশি-বিদেশি শিল্পপতি, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক আর্থিক সাহায্য করলে জনসাধারণের উপকার হবে।