চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে ২১৬ বাড়িতে লার্ভা পেলো ডিএনসিসি

1ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিস মশার বিরুদ্ধে চলমান চিরুনি অভিযানের দ্বিতীয় দিন রবিবার (৭ জুন) এসব বাড়িতে লার্ভা পাওয়া যায়। এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালিত হয়। ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ১৩ হাজার ৯৭৮টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এতে মোট ২১৬টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ১০ হাজার ১২১টি বাড়িতে মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় তেজগাঁও শিল্প এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গত ১০ মে থেকে মোবাইল কোর্টও পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৫ লাখ ২৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে সকল এলাকাতেই এলাকাবাসীকে এডিস মশার বিস্তার রোধে সচেতন করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।