ফটোফিচার

‘উই ওয়ান্ট জাস্টিস’

137597933_106750781281273_1864921276508808559_nরাতের অন্ধকারে হাতে ছিল প্রজ্জ্বলিত মোমবাতি, প্ল্যাকার্ডে লেখা ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এভাবেই রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন সহপাঠীরা।

137095705_772545113468849_7227483741477609049_nশনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি-২৭ নম্বরের সাম্পান রেস্তোরাঁর সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন তারা।

137043016_963376474197133_5497018866143689284_nএরপর সেখান থেকে মোমবাতি হাতে মিছিলটি রবীন্দ্র সরোবরের সামনে গিয়ে শেষ হয়।

135818865_737541753831510_6450729750606488171_nএই সময় অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। কর্মসূচিতে মাস্টারমাইন্ড, ম্যাপেল লিফ, স্কলাস্টিকাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

135598687_758165598128589_5536767986445302352_nসহপাঠী নিহতের ঘটনায় সহমর্মিতা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত দিহানকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। কোনোভাবেই যেন ছাড় না পায় সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।135870099_788111518810317_204222751689458784_n