কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে প্রতীকী খাটিয়া মিছিল

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে প্রতীকী খাটিয়া মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিভিন্ন লেখক, ব্লগার ও রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা এই মিছিলে অংশ নেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এই প্রতিবাদ মিছিল হয়। পরে মিছিলটি শাহবাগ অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় ঘুরে আবার শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটির আয়োজনে ছিলেন পলিটিকাল অ্যাক্টিভিস্ট কবি শ্মশান ঠাকুর ও লেখক রাহাতুল মোহাম্মদ।

সমাবেশে লেখক আবু মুস্তাফিজ বলেন, ‘দেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে একটি রাষ্ট্র হিসেবে সেটি আর চলে না। আমরা বলতে চাই, এদেশে সব মত এরই কথা বলার স্বাধীনতা থাকতে হবে। মুশতাক আহমেদ তার মত প্রকাশ করেছেন বলে তাকে জেলে নিয়ে হত্যা করা হলো। সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা মুশতাক হত্যার বিচার দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবাদী হতে পারছি না, নানা কালো আইনের কারণে। তাই সবাই সাহস করে কিছু বলে না। আমরা তাই ভয় ভেঙে আজ এই মিছিল বের করেছি।’