কাওরান বাজারের আগুন নিয়ন্ত্রণে: পুড়েছে অর্ধশতাধিক দোকান

রাজধানীর কাওরান বাজারের হাসিনা মার্কেটে টিনসেডের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে জানান, শনিবার রাত ৯টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, পুড়ে যাওয়া দোকান ঘরের মধ্যে সবই টিনশেডের দোকান। এখানে মূলত কাঁচামাল মজুদ রেখে, পাইকারদের কাছে বিক্রি করা হতো। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত কমিটির প্রতিবেদন পেলে জানা যাবে। এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, হাসিনা মার্কেটে প্রায়ই আগুন লাগে। দুই সপ্তাহ আগেও মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এর পেছনের কারণ নিয়ে তারা চিন্তিত। আগুনের ফলে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।