মেডিক্যাল ভর্তি পরীক্ষা না পেছালে অনশনের ঘোষণা

সরকারি ও বেসরকারি মেডিক্যালে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা না পেছালে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা জুনে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার সূচি পিছিয়েছে। কিন্তু মেডিক্যালের ভর্তি পরীক্ষা পেছানো হচ্ছে না। আমরা জানতে চাই, মেডিক্যালের ভর্তি পরীক্ষা পেছাতে সমস্যা কোথায়? করোনা পরিস্থিতিতে আমরা কোনোভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষায় বসবো না।

শিক্ষার্থীরা এসময় আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়কেও স্মারকলিপি দিয়েছি। ভর্তি পরীক্ষা না পেছালে আমরা অনশনে যাবো।

তারা বলেন, ২ এপ্রিল পরীক্ষা হলে জুন- জুলাইয়ের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ হবে। তবে তখনও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে না। তখন যেসব শিক্ষার্থী সরকারি মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন না, তারা বেসরকারি মেডিক্যালে ভর্তি হবে। আর যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অপেক্ষায় থাকে তাহলে তারা যদি সেখানে চান্স না পায় তাহলে আর বেসরকারি মেডিক্যালে ভর্তির সময় থাকবে না। আবার যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে, তখন তারা যদি সেখানে চান্স পায় অথবা মেডিক্যালের চেয়ে ভালো জায়গায় চান্স পায় তাহলে মেডিক্যালের ভর্তি বাতিল করে তাদের সেখানে চলে যেতে হবে। এতে অনেক টাকা নষ্ট হবে।