ফেরানো গেলো না ইফতার বেচাকেনা (ফটো স্টোরি)

রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও এলো মাহে রমজান। আজ (বুধবার) থেকে শুরু হয়েছে সংযম সাধনার মাস। এবার রোজার প্রথম দিন থেকে দেশজুড়ে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। সরকারি বিধি-নিষেধের মধ্যে এবং লকডাউন উপেক্ষা করেই পুরান ঢাকা বসে ইফতারের বাজার। প্রতিবছরের মতো বড় পরিসরে না হলেও দোকানের পরসা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তবে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না সেখানে।

পহেলা বৈশাখের সরকারি ছুটি, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে কঠোর লকডাউনের কারণে দিনভর নগরের সড়ক ফাঁকা থাকলেও ইফতারের বেশ কয়েক ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল, রিকশা বাড়তে থাকে। জিলাপি, হালিম, ফিরনি, মেজবানি মাংস, দইবড়া, সিঙ্গাড়া, সমুচা, রোল ইত্যাদি পদ কিনতেই ঘরের বাইরে আসেন সাধারণ মানুষ। দেখুন ছবিতে...

জমে উঠেছে ইফতারের হাট

জমে উঠেছে ইফতারের হাট

জমে উঠেছে ইফতারের হাট

জমে উঠেছে ইফতারের হাট

জমে উঠেছে ইফতারের হাট