রাস্তায় যানবাহনের চাপ, দুর্বল চেকপোস্ট

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দফার প্রথম দিন বুধবার (২১ এপ্রিল) নগরজুড়ে যানবাহনের ব্যাপক চলাচল দেখা গেছে। শুধু বাস ছাড়া সব ধরনের পরিবহন চলাচল করছে। সড়কে গাড়ির চাপ বেশি থাকায় ট্রাফিক সিগন্যালে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। সেই তুলনায় পুলিশ চেক পোস্টগুলোতেও বিরাজ করছিল শীতলতা। দিন যত গড়াচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে  করোনা সংক্রমণ ঠেকানোর বিধিনিষেধ।

বুধবার সকাল থেকে নগরীর ট্রাফিক সিগন্যালগুলোতে যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়। সকালে ফকিরাপুল ট্রাফিক সিগন্যালে কয়েক মিনিট অপেক্ষা করতে হয়েছে চলাচলরত যানবাহনকে। এসময় ব্যক্তিগত গাড়ি, রিকশা, ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ সবধরনের যানবাহন চলতে দেখা যায়।

একই চিত্র দেখা গেছে বাংলামোটর এলাকায়। সেখানেও যানবাহনের ভিড় ছিল। একইসঙ্গে আশপাশের ফুটপাতসহ অন্যান্য স্থানেও মানুষের ভিড় চোখে পড়েছে। কোথাও পুলিশের তৎপরতা দেখা যায়নি।

নগরীর শাজাহানপুর চেকপোস্টেও ছিল যানবাহনের দীর্ঘ লাইন। এখানে রিকশা ও ব্যক্তিগত গাড়িই বেশি দেখা গেছে। পাশাপাশি মোটরসাইকেল ও সিএনজিও ছিল চোখে পড়ার মতো। দায়িত্বরত পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন।

বুধবার সকালে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিল চেকপোস্টেও দেখা মেলে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। যানবাহনের চাপে পুলিশের তল্লাশি বা জিজ্ঞাসাবাদের সুযোগও ছিল না। এক পর্যায়ে কোনও ধরনের তল্লাশি ছাড়াই থেমে থাকা গাড়িগুলোকে চেকপোস্ট অতিক্রম করতে  দেখা যায়।

এখানে দায়িত্বরত একজন পুলিশ সদস্য জানান, চেকপোস্টে একটু কড়াকড়ি করলে যানবাহনের দীর্ঘ লাইন হয়ে যায়। তখন জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলোর জন্যও সমস্যা হয়। তাই দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে।

ছবি: নাসিরুল ইসলাম