লকডাউন শেষে গণপরিবহন চালানোর আশা মালিকদের

লকডাউন শেষ গণপরিবহন চলাচলের অনুমতি আসবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন মালিকরা।

তারা বলছেন, গণপরিবহন ছাড়া দেশে সব কিছুই চলছে। শপিং মল, কল কারখানাসহ সব চালু রয়েছে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় মানুষের বরং দুর্ভোগ বেড়েছে। তাই সরকারের উচিত হবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করে দেওয়া। এ জন্য তারা সরকারের কাছে বাস চালু করার দাবিও জানিয়েছেন।

আগামী ২৮ এপ্রিল শেষ হচ্ছে লকডাউন। এরপর আর কঠোর লকডাউনে যাবে না সরকার। এরইমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদেরও গণপরিবহন চালু করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আগামীকাল রবিবার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা থাকবে।

এ পরিস্থিতিতে পরিবহন মালিকেরাও আগামী ২৯ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাস চালাতে চান। এজন্য তারা সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা বাস চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলাপ করেছি। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সরকার সিদ্ধান্ত দিলে আশা করছি ২৯ এপ্রিল থেকে বাস চালাতে পারবো।