মাস্ক না পরায় মেয়র আতিকের অ্যাকশন

মাস্ক না পরে দোকানে অবস্থান করায় রাজধানীর গুলশান এলাকার দুটি দোকান সাময়িক বন্ধ করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (৫ মে) রাজধানীর গুলশান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় মেয়রের সঙ্গে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। অভিযানকালে মার্কেট, শপিংমল, বিপণি বিতানগুলোতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা তা দেখা হয়।

শুরুতেই মেয়র তার অভিযানকারী সদস্যদের নিয়ে গুলশান-১ নম্বরে ‘গুলশান শপিং সেন্টারে’ আকস্মিকভাবে যান। প্রথমে মার্কেট পরিদর্শন করে ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন মেয়র। এরপর গুলশান শপিং সেন্টারের এমএম ট্রেডিং সেন্টারের সামনে আসলে দেখতে পান একজন ক্রেতা সেখানে মাস্ক না পরে দোকানে অবস্থান করছেন। এসময় তাৎক্ষণিক তিনি ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিলে ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা করে দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেন। এরপর একই অপরাধে গুলশান হার্ডওয়ারও সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

এসময় মেয়র বলেন, আপনারা দেখেছেন অনেকেই আমাকে দেখে মাস্ক পরেছে। আমার বার্তা হচ্ছে, যে দোকানে বিক্রেতা হোক বা ক্রেতা হোক মাস্ক পরে না থাকে সে দোকান বন্ধ করে দেবো। আজ আমরা বিভিন্ন জায়গায় যাবো দেখে অনেকেই তার দোকান বন্ধ রেখেছে। আমরা যেকোনও সময় যেকোনও জায়গায় অভিযান করবো।

মেয়র বলেন, আমি যদি সুরক্ষিত থাকি, আমার পরিবার সুরক্ষিত থাকবে। পরিবার সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে।