ঘাটারচর-কাঁচপুর রুটে সেপ্টেম্বর থেকে বাস চলবে কোম্পানির মাধ্যমে : তাপস

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত সড়কে আগামী ৭ সেপ্টেম্বর থেকে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাস রুট র‌্যাশনালাইজেশন কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, কেরোনা মহামারির কারণে পূর্ব নির্ধারিত সময় ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন-বিষয়ক কমিটির ১৭তম সভায় তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ঘাটারচরে একটি বাস ডিপো নির্মাণ করার জন্য আমরা দুই মেয়র (ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ) জায়গা পরিদর্শন করেছি। সেখানে আমরা প্রায় ১২ বিঘার মতো জমি শনাক্ত করতে পেরেছি। সেই জমি অধিগ্রহণ করে সেখানে একটি বাস ডিপো নির্মাণ করা হবে। আমরা খুব অল্প সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু করবো। এ ছাড়া যাত্রীদের জন্য বাস-বে ও যাত্রী ছাউনী নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেয়র আরও বলেন, যারা বাস পরিচালনা করবেন তাদের সঙ্গে চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে। সেই চুক্তি সংক্রান্ত একটি নীতিমালাও তৈরি করা হয়েছে। আগামী ৮ জুলাইয়ের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে বাসের মালিকপক্ষ ও বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই সেই চুক্তি সম্পাদন হবে।

ঢাকার মহানগরের বাইরে চারটি জায়গায় আন্তঃজেলা বাসগুলোর জন্য টার্মিনাল ও ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মেয়র তাপস। তিনি বলেন, এই কার্যক্রম যেন দ্রুত করা যায় সে জন্য আমাদের বিশেষজ্ঞ প্যানেল প্রতিবেদন জমা দিয়েছে। টার্মিনালগুলোর জন্য নির্ধারিত জায়গাগুলো হচ্ছে- হেমায়েতপুর, ভাটুরিয়া, হেমায়েতপুর ও কেরানীগঞ্জ। রুটগুলোতে বাস কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করেছে।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানী ঢাকায় বর্তমানে এক হাজার ৬৪৬টি বাস কোনও প্রকার রুট পারমিট ছাড়া চলাচল করছে। এসব বাসের জন্য নগরীতে সীমাহীন যানজট লেগে থাকে। এই বাসগুলা চলতে দেওয়া হবে না। আগামী জুলাই থেকে দুই সিটি করপোরেশন ও বিআরটিএ-সহ অভিযান শুরু করবো।