খোকনের অভিযোগের বিষয়ে বক্তব্য নেই তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে কোনও বক্তব্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (২৯ জুন) তিনি তার জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের মাধ্যমে পাঠানো এক বক্তব্যে এ কথা বলেন।

তাতে বলা হয়, ‘বিষয়টি আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিচারাধীন কোনও বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কোনও ধরনের বক্তব্য বা প্রতিউত্তর দিতে নিরুৎসুক।’

এর আগে গত সোমবার সাবেক দুদকের আইনজীবীর এক আবেদনের প্রেক্ষিতে মেয়র সাঈদ খোকনের পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাঈদ খোকন অভিযোগ করেন, দুদকের এসব কর্মকাণ্ড বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় ঘটছে।