অগ্রযাত্রাকে মসৃণ রাখতে তথ্যের যথাযথ ব্যবহার সহায়ক: তথ্য সচিব

দেশ ও সমাজের অগ্রযাত্রাকে মসৃণ রাখতে তথ্যের যথাযথ ব্যবহার ও প্রবাহ একান্ত সহায়ক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে জনগণ যে সুফল পাচ্ছে, তা গণমাধ্যমের সাহায্যে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারলে জনগণ আরও ব্যাপকভাবে ডিজিটাল পদ্ধতির সুবিধা লাভে সক্ষম হবে।

বুধবার (৩০ জুন) তথ্য অধিদফতর ও এটুআই আয়োজিত ইলেক্ট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ভার্চুয়াল মতবিনিময় সভায় সচিবালয়ের নিজ দপ্তর থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় সচিব একথা বলেন।

তিনি বলেন, দেশ ও জাতিকে কাক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সামাজিক, অর্থনৈতিক, মানবিক সকল ক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের বিকল্প নেই।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের সভাপতিত্বে সাবেক সচিব কামরুন নাহার বিশেষ বক্তা হিসেবে এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক আবদুল মান্নান ও যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মো. হুমায়ন কবীর প্যানেল বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন।

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, ইউএনবির প্রধান সম্পাদক এনায়েত উল্লাহ খান, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর, ডিবিসির প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম, একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, নিউজ২৪ এর হেড অব নিউজ রাহুল রাহা, ইন্ডিপেন্ডেন্টের চিফ নিউজ এডিটর আশীষ সৈকত, যমুনা টিভির চিফ নিউজ এডিটির ফাহিম আহমেদ, এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, মাছরাঙা টিভির পরিকল্পনা সম্পাদক রাশেদ আহমেদ, একুশে টিভির বার্তা সম্পাদক কাজী মোহসীন আল আব্বাস, চ্যানেল২৪ এর নির্বাহী পরিচালক এ এন এম আল মামুন (তালাত মামুন), এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, গাজী টিভির এডিটর ইন চিফ সৈয়দ ইসতিয়াক রেজা, দেশ টিভির এডিটর সুকান্ত গুপ্ত অলক, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, আরটিভির নিউজ এডিটর শরীফ উদ্দিন আহমেদ, মাই টিভির নিউজ এডিটর প্যাট্রিক ডি’কস্তা, বিডিনিউজ২৪ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলানিউজ২৪ডটকমের নিউজ এডিটর আহমেদ জুয়েল, জাগোনিউজ২৪ডটকম ভারপ্রাপ্ত সম্পাদক কেএম জিয়াউল হক, সারাবাংলাডটনেটের প্রকাশক ও সম্পাদক বদরুল আলম খান প্রমুখ এসময় আলোচনায় অংশ নেন।