ডিএনসিসিতে ৩৫ মামলায় পৌনে ৭ লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ৩৫টি মামলায় ৬ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার (৩১ জুলাই) ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৬০ হাজার টাকা আদায় করা হয়েছে। 

৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ১০ হাজার টাকা ও ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৫৫ হাজার টাকা আদায় করা হয়েছে। ৬ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৩ লাখ ১৬ হাজার ৩০০ টাকা ও ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলি পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় ৫ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

সব মিলিয়ে ৩৫টি মামলায় ৬ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।