অ্যাপে মশার লার্ভার তথ্য ও ছবি পাঠালে পুরস্কার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিজস্ব মোবাইল অ্যাপ 'সবার ঢাকায়' ডেঙ্গু ও তার লার্ভা সম্পর্কে তথ্য বা ছবি দিলে পাঠালে নগরবাসীকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ রবিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা এলাকায় এডিস মশা নিধনে পরিচালিত চিরুনি অভিযান এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, সুস্থতার জন্য সামাজিক আন্দোলন করতে হবে। আমরা যত্রতত্র ডাবের খোসা ফেলে রাখবো না। বাসা-বাড়ির আঙ্গিনায় পরিষ্কার রাখবো। আমরা কেউ অব্যবহৃত ফুলের টব ফেলে রাখবো না। নগরবাসীর কাছে আমার অনুরোধ আপনারা এগিয়ে আসুন। সামাজিক আন্দোলনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করি। এসবের মধ্যে মরণ ব্যাধি ডেঙ্গু লুকিয়ে আছে। 

মেয়র বলেন, আপনারা যদি আপনাদের বাসার পাশে এমন কিছু দেখতে পান, আমাদের সবার ঢাকা অ্যাপসে ছবি তুলে পাঠিয়ে দিন। আমরা আপনাদের পুরস্কৃত করবো। নগরবাসীর কাছে অনুরোধ আপনারা আপনাদের বাড়িঘর পরিস্কার করুন। প্রতি শনিবার ১০টায় ১০ মিনিট নিজের ঘর পরিষ্কার করুন।