বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডা আফতাবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুর রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১টায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে বিকাল আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ছোট ভাই সাজু মিয়া বলেন, আমার ভাই ও আমি পেশায় রড মিস্ত্রি। আমরা দুজন একসঙ্গে একটা ভবনে কাজ করছি। দুপুরে নির্মাণাধীন ভবনের এক তলার কাজ চলছিল সেখানে নিচে পানি জমেছে। পানি বাইরে বের করার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গেলে ভাই (নিহত আজিজুর) বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

মৃত আজিজুর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা বকশি পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে। বর্তমানে আফতাবনগর নির্মাণাধীন ভবনের পাশেই থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় আজিজুর এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।