ট্রেনে কাটা পড়ে, ধাক্কা খেয়ে দুজনের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে এক নারীসহ দু'জনের মৃত্যু হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে ঘটনাটি দুটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সাকলাইন বলেন, ক্যান্টনমেন্ট রেলগেইটে সকাল ছয়টা আটত্রিশ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেট ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান এক ব্যক্তি। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নির্ণয়ের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা আজমপুর রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় সামিয়া (৩৮) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ঘটনার পরপর স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নুরুল ইসলাম খানের মেয়ে সামিয়া। তার স্বামী মৃত মোহাম্মদ আলী। তিনি উত্তরার একটি বাসায় কাজ করতেন। থাকতেন উত্তর বাড্ডায়। ধারনা করা হচ্ছে কাজে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। 

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য  মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।