তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় বোমার আলামত পাওয়া যায়নি: সিটিটিসি

রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট-সিটিটিসি।

শুক্রবার (১ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপ-কমিশনার আবদুল মান্নান বোমার আলামত না থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ বিষয়ে আহতদের কাছ থেকে জানার চেষ্টা চলছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ৬ তলা ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আহতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত দুজন হচ্ছেন ‑ ইয়াছিন (৩৫) ও জিতু (২৮)। তাদের শরীরের যথাক্রমে ৫০ ও ৬৫ ভাগ পুড়ে গেছে।

উল্লেখ্য, শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাচেলর বাসায় ভাড়া থাকা ২ জন আহত হন। বিস্ফোরণের পর থেকেই ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।