তেলাপোকা নিধনের বিষ খেয়ে শিশুর মৃত্যু

রাজধানীর ফকিরাপুলের একটি বাসায় তেলাপোকা নিধনের বিষ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইসমাঈল (২)। একই ঘটনায় তার বোন মিম (৪) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকালে মতিঝিল থানার ফকিরাপুলের একটি বাসায় এ ঘটনা ঘটেছে। ফকিরাপুলের কোমরগলিতে বাবা-মায়ের সঙ্গে  ভাড়া বাসায় থাকতো তারা।

শিশুটির মা পরীবানু বেগম এবং স্বজনরা  জানান, বাসায় প্রচুর তেলাপোকা। তাই মঙ্গলবার (৫ অক্টোবর) তেলাপোকা নিধনের বিষ কিনে ঘরে রাখা হয়েছিল। বুধবার সকালে পরীবানু  যখন  কাজে ব্যস্ত ছিলেন, সে সময় ভাইবোন মিলে খেলা করতে করতে ঘরে রাখা তেলাপোকা মারার ওষুধ খেয়ে ফেলে। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাদেরকে দ্রুত ঢামেক হাসপাতাল নিয়ে ভর্তি করান। ভর্তির পর বিকাল সাড়ে চারটায় চিকিৎসকরা অসুস্থ  ইসমাইলকে মৃত  ঘোষণা করেন। তার বোন মিম চিকিৎসাধীন রয়েছে।

মৃত ইসমাইল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা  উপজেলার ভাটাপাড়া গ্রামের মো. জোবায়েরের ছেলে। তিন ছেলে এক মেয়ের মধ্যে ইসমাঈল ছিল সবার ছোট।