হাতিরঝিলে যানচলাচল বন্ধ থাকবে ১০ জানুয়ারি সকাল-দুপুর

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২। এ উপলক্ষে আগামী ১০ জানুয়ারি সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানচলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে যেকোনও যানবাহনকে রেইনবো ক্রসিং দিয়ে হাতিরঝিলের পরিবর্তে মগবাজার ও মৌচাক হয়ে যেতে হবে।

রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে চলাচল করা গাড়িগুলোকে হাতিরঝিলে না ঢুকে গুলশান ও বাড্ডা লিংক রোড বেছে নিতে বলেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। 

পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যাতায়াত করে সেগুলোকে পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের সড়ক দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যেতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন হবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়। এই আয়োজন চলাকালে যানচলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।