সেতুর উদ্বোধনে ফায়ার সার্ভিসের শোভাযাত্রা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। শনিবার (২৫ জুন) বিকালে এ শোভাযাত্রা হয়।

শোভাযাত্রাটি ফায়ার সার্ভিস সদর দফতর আলাউদ্দিন রোড থেকে শুরু হয়ে বঙ্গবাজার মার্কেট হয়ে সরকারি কর্মচারী হাসপাতাল দিয়ে হাইকোর্ট মোড় ঘুরে আবার ফায়ার সার্ভিস সদর দফতরে শেষ হয়।

অধিদফতরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, সুসজ্জিত বাদকদল ও ভলান্টিয়াররা এতে অংশ নেন।

IMG-20220625-WA0010

অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন পদ্মা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানে থাকায় তার পক্ষে অধিদফতরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শোভাযাত্রা শেষে উপপরিচালক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিভিন্ন বাধা অতিক্রম করে অকুতোভয় সাহস নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। তার উদাহরণ আজকের পদ্মা সেতুর উদ্বোধন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’