ডিএসসিসির চুরি হওয়া গাড়ি গলানো হচ্ছিলো নারায়ণগঞ্জের কারখানায়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চুরি হওয়া ময়লার গাড়িটি মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে গলানো হচ্ছিল নারায়ণগঞ্জ সোনারগাওয়ের মুগড়াপাড়া এলাকার একটি কারখানায়। ওই সময় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিন জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে। ডিএসসিসি সূত্রে  এ তথ্য জানা গেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– ইমন, আমির ও আলমগীর।

নাম প্রকাশে অনিচ্ছক ডিএসসিসির এক কর্মকর্তা জানান, ডিএনসিসির ভারি গাড়িটির বিভিন্ন অংশ আলাদা করে পুড়িয়ে গলানো হচ্ছিলো একটি স্টিল মিলে। তখনই গোয়েন্দা দল অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, কীভাবে, কারা এবং কাদের সহযোগিতায় মাতুয়াইল ময়লার ভাগাড় থেকে গাড়িটি চুরি হলো এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রাজধানীর মাতুয়াইল ভাগাড় থেকে ১০ চাকার একটি ময়লার গাড়ি চুরি হয়। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।