পাইপের নিচে চাপা পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর মধ্য বাড্ডায়  ভবন তৈরির জন্য পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের নিচে চাপা পড়ে মো. মোস্তফা আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় মধ্য বাড্ডা ইউলুপের পার্শ্ববর্তী স্থানে এ ঘটনাটি ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাতিজা সহকর্মী আল আমিন জানান, গত ১৪ সেপ্টেম্বর গ্রাম থেকে এসে কাজে যোগ দেয় তার কাকা মোস্তফা। শনিবার বিকালে মধ্য বাড্ডায় ভবন তৈরির পাইলিংয়ের কাজ চলছিল। সেখানে খাঁচা বাধার করছিলেন কাকা। সে সময়ে পাইলিংয়ে ব্যবহৃত লোহার তিনটি পাইপ ধসে তার শরীরের ওপর পড়ে। এসময় ভারী পাইপ চাপায় গুরুতর আহত হন তিনি।

পরে সেখান থেকে তাকে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত মোস্তফা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চন্দ্র গ্রামের মৃত আরোদ আলীর ছেলে। বর্তমানে মধ্য বাড্ডার নির্মাণ স্থানে থাকতেন।