রাজধানীর আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর কমলাপুরের ইনসাব নামের একটি আবাসিক হোটেল থেকে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য জানান।

সিদ্দিকুর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কলচমা গ্রামের মৃত শফিউল্লার ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

এসআই আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১২টায় ফোর্স নিয়ে ওই হোটেলে যান। সেখানকার চার তলার ২২৬ নম্বর রুমের দরজা ভেঙে সিদ্দিকুরের লাশ উদ্ধার করেন।‌ আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ২টা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুরকে মৃত্যু ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। অসুস্থ বা স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত সিদ্দিকুর রহমান কমলাপুরে হকারি করে হেডফোন ও বিভিন্ন সরঞ্জাম বিক্রি করতেন। মাঝেমধ্যে ওই হোটেলে থাকতেন।

সর্বশেষ গত ৭ ডিসেম্বর রাতে হোটেলের ওই কক্ষে ওঠেন। শুক্রবার রাতে হোটেল কর্তৃপক্ষ রুমের ভাড়া নিতে গেলে রুম থেকে তার কোনও সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজার ভেঙে বিছানা থেকে লাশ উদ্ধার করে।

মৃতের ভাগ্নে ফয়েজ উল্লাহ জানান, তার মামা কমলাপুরে হাকারি করে হেডফোন বিক্রি করতেন। মাঝে মধ্যে স্টেশনে প্ল্যাটফর্মে ঘুমাতেন। প্রায় ১০-১২ বছর ধরে পরিবারের সঙ্গে তার তেমন একটা যোগাযোগ ছিল না। তার পরিবার থাকে গ্রামে।