ঢামেকে রোগীর স্বজনের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক আটক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে প্রতারণার অভিযোগে ফয়সাল দেওয়ান রানা নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার ১১ দিন পর তাকে আটক করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

ভুক্তভোগী আসমা আক্তার বলেন, আমার স্বামী মোস্তফা কামাল হার্নিয়া রোগে আক্রান্ত। গত ১১ জানুয়ারি তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করাই। ১৮ জানুয়ারি ওই প্রতারক দ্রুত সুচিকিৎসা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে। সে নগদ টাকা, সোনার আংন্টি নিয়ে পালিয়ে যায়। বিষয়টি প্রথমে পুলিশ ফাঁড়িতে জানাই। তারা আমাকে শাহবাগ থানায় পাঠায়। সেখানে সাধারণ ডাইরি করি। রবিবার (২৯ জানুয়ারি) সকালে সেলাই কাটা ও রক্ত পরীক্ষার জন্য এসে ওই প্রতারককে দেখতে পাই। উপস্থিত আনসার সদস্যদের সহযোগীতায় তাকে পুলিশে দেই।

ভুক্তভোগী আসমা আক্তার রাজধানীর জুরাইন কমিশনার রোডে থাকেন।