‘ভর্তুকি দিয়ে সরকারকে বিদ্যুতের দাম কমাতেই হবে’

দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রবিবার (৫ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, খাদ্যপণ্যসহ নিতপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও দরিদ্র শ্রমজীবীর মানুষের জন্য রেশনিং চালুর দাবিতে সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরুল আহসান বলেন, ‘দেশের উৎপাদন ব্যবস্থা এগিয়ে নেওয়া এবং জনগণের নিত্যদিনের সব কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে বিদ্যুতের দাম কমাতেই হবে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা হয়ে পার্টি অফিসে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বাহ আলী খান কলিন্স।