কর্মস্থল থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলে কর্মস্থল থেকে গোলাম সারোয়ার (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মতিঝিলের ফকিরাপুল এলাকায় জিনেট টাওয়ার নামে ৯তলা ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে খবর পেয়ে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সারোয়ারকে উদ্ধার করেন তার বোন নাজমুন নাহার। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুদীপ্ত শাহীন বলেন, ‘মৃতের সহকর্মীরা জানিয়েছেন, সারোয়ার গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নিয়েছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মৃতের ভাই মাহফুজুর রহমান জানান, সারোয়ার ১৭ বছর ধরে ওই ভবনে কাজ করছিলেন। সেখানকার ম্যানেজার পরিবর্তন হয়েছে। দুই বছর ধরে নতুন ম্যানেজার এসেছেন। তার সঙ্গে গোলাম সারোয়ারের মনোমালিন্য হয়েছিল। ওই ম্যানেজার তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন বলে তিনি দাবি করেন।

স্বজনদের অভিযোগের বিষয়ে এসআই মো. সুদীপ্ত শাহীন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নড়াইল সদর উপজেলার ভুয়াখালী গ্রামের মৃত পাঞ্চু শেখের ছেলে সারোয়ার। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। বর্তমানে ওই ভবনেই থাকতেন।