চালু হলো মেট্রোরেলের প্রথম পর্যায়ের সব স্টেশন

মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম পর্যায়ের সব স্টেশন থেকে যাত্রীরা উঠা-নামা করতে পারবে।

শুক্রবার (৩০ মার্চ) সকাল ৮টায় নতুন দুই স্টেশনের কার্যক্রম শুরু হয়।

ডিএমটিসিএল সূত্রে জানানো হয়, নতুন দুই স্টেশন চালু করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। যারা স্টেশন পরিচালনায় সমন্বয় করছে।

এছাড়া আগামী ৫ জুলাই থেকে মেট্রোরেলের চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।20230330_085520

গতবছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথমাংশের উদ্বোধন করা হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ আশা করছে যে এ বছরের ডিসেম্বর মাসে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের দ্বিতীয় অংশ চালু করতে পারবে।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।

এমআরটি লাইন-৬ প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ হওয়ায় ব্যয় বাড়ে ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা। তখন সর্বমোট ব্যয় দাঁড়ায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ও সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।