পাঁচ টাকা কমলো ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া

গুলশান এলাকার চক্রাকার বাস সার্ভিস ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া প্রতিক্ষেত্রে পাঁচ টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৬ সালে গুলশান ও বনানী এলাকার যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক গণপরিবহণ সেবা দিতে চালু করা হয় ‘ঢাকা চাকা’ নামে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস। তিন বছর পর ২০১৯ জুলাইয়ে ঢাকা চাকার সঙ্গে যোগ হয় ‘গুলশান চাকা’ নামে আরেকটি কোম্পানির বাস।

প্রথমে এই দুই বাস সেবা চালুর সময় ১৫ টাকা করে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা ছিল, পরে সেই ভাড়া বেড়ে ৩০ টাকা করা হয়। সাধারণত দুই কিলোমিটারের মধ্যে এই বাসগুলো চলাচল করে। যাত্রীদের অভিযোগ মাত্র দুই কিলোমিটারের জন্য এই ভাড়া অতিরিক্ত।