ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম মেহরুন নেছা (৭০)। শনিবার (১৩ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। 
তিরি বলেন, ‘শনিবার সকাল ৮টার দিকে মেহেরুন নেছার মৃত্যু হয়। তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।’
ডা. তরিকুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় দগ্ধ আরও পাঁচ জন চিকিৎসাধীন। তারা হলেন– মো. লিটন (৫২), তার স্ত্রী সূর্য বানু (৪০), লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৮)। মৃত মেহরুন নেছা লিটনের শ্বাশুড়ি।’
এর আগে, শুক্রবার (১২ এপ্রিল) ভোরে মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ছয় জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন...

ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ