প্রথম ধাপে ২ উপজেলার ১৩ ইউনিয়নে ভোট

বগুড়ায় আ. লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত

ইউপি নির্বাচন-২০১৬বগুড়ায় প্রথম ধাপে (২২ মার্চ) সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও বিএনপি তাদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করে জেলার মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও তাদের সমর্থকরা মাঠে নেমে পড়েছেন। তারা ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন।
দ্বিতীয় পর্যায়ে সোনাতলা ও শিবগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নে নির্বাচন হবে ৩১ মার্চ। এসব ইউনিয়নে প্রার্থী বাছাইয়ের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
মনোনয়ন নিয়ে এখন পর্যন্ত দুটি প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে কোনও অসন্তোষ দেখা যায়নি।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানান, প্রথম ধাপে সারিয়াকান্দির  উপজেলার ১২ ইউনিয়ন এবং দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের সোমবার ২২ ফেব্রুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ২৩-২৪ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাই ও ২ মার্চ প্রার্থিতা প্রত্যাহার এবং ২২ মার্চ ভোট গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ শিবগঞ্জ উপজেলার ১২টি ও সোনাতলার ৭টি ইউনিয়নে ভোট হবে। ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, ৬ মার্চ বাচাই ও ১৩ মার্চ প্রত্যাহার করতে হবে।

সারিয়াকান্দি উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সদর ইউনিয়নে মোহাম্মদ করিম, নারচীতে আলতাফ হোসেন বান্টু, ফুলবাড়িতে আনোয়ারুত তারিক মোহাম্মদ ভেলাবাড়িতে আবুল কালাম আজাদ রুবেল, কামালপুরে হেদায়েদুল ইসলাম, চন্দনবাইশায় মাহমুদুন্নবী হিরু, কর্নিবাড়িতে আজাহার আলী মন্ডল, কুতুবপুরে গাজীউল হক গাজী, চালুয়াবাড়িতে তাজুল ইসলাম বাদশা, বোহাইলে গোলাম মোস্তফা টুকু, কাজলায় রাশেদ সরকার এবং হাটশেরপুর ইউনিয়নে মতিউর রহমান মতি।

বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন সারিয়াকান্দি সদর ইউনিয়নে আব্দুল কুদ্দুস, চন্দনবাইশায় কুদরত-এ খুদা চান, চালুয়াবাড়িতে অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান, কর্নিবাড়িতে কাজী জাকির হোসেন বাবলু, বোহাইলে আবদুল মজিদ, ভেলাবাড়িতে লুৎফুল হায়দার রুমি, নারচীতে শাহিন ইসলাম, হাটশেরপুরে আলী নূর আন্না, কাজলায় অধ্যক্ষ রফিকুল ইসলাম, কামালপুরে আবু সাইদ খান সাইদ, ফুলবাড়ীতে তাহেরুল ইসলাম এবং কুতুবপুর ইউনিয়নে ইমরান আলী রনি।

দুপচাঁচিয়া উপজেলার পুনর্গঠিত তালোড়া ইউনিয়নে গত নভেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচন কমিশন স্থগিত করে। আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর হোসেন ঠাণ্ডা এবং মেহেরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।

সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি সুজাউদ্দৌলা সঞ্জু জানান, এ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভবনা না থাকলেও প্রতিযোগিতা টিকিয়ে রাখার স্বার্থে তারা চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থী চূড়ান্ত করছেন।

/এইচকে/এমএনএইচ/