রাজধানীতে বজ্রবৃষ্টি, আগামী কয়েকদিন বৃষ্টি বাড়তে পারে

আকাশে সঞ্চরণশীল মেঘের কারণে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বইছে বাতাস। আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সন্ধ্যা থেকেই ঢাকার আকাশে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। আস্তে আস্তে বাড়তে শুরু করে মেঘের আনাগোনা। রাতে সাড়ে নয়টায় শুরু হয় হালকা বৃষ্টি। এরপর তা বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, রাজধানীর বেশিরভাগ এলাকায় এই বজ্রবৃষ্টি হচ্ছে। আরও কিছুক্ষণ চলতে পারে এই বৃষ্টি। সঞ্চরণশীল মেঘের কারণে এই বজ্রপাত হচ্ছে। এছাড়া আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, ঢাকা, রংপুর,  ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাঙামাটি ৫৭ মিলিমিটার। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৪, ময়মনসিংহে ২ এবং রাজশাহীতে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ও সিলেটে  সামান্য বৃষ্টি হয়েছে।

আজকের আবহাওয়া খবর থেকে আরও পড়ুন।