পরিবেশবান্ধব ইট উৎপাদনকারীদের প্রণোদনা দেবে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনকারীদের প্রণোদনা দেবে সরকার। তিনি বলেন, ‘ইটভাটার ধোঁয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তাই পুরনো ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়াতে হবে। প্রথম দিকে এটার প্রচলন কষ্টকর হলেও পরিবেশের স্বার্থে সবাইকে এটায় গ্রহণ করতে হবে।’

বুধবার (১১ অক্টোবর) সিলেটের তেমুখী-কুমারগাঁওয়ে  অবস্থিত পরিবেশবান্ধব ‘চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরি’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। শব্দদূষণ রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শব্দদূষণ রোধে সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ১৫ অক্টোবর ঢাকা মহানগরে সকাল ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত শব্দহীন কর্মসূচি পালন করা হবে। দেশের সবাই অপ্রয়োজনে শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকলে সবার জন্য মঙ্গল হবে।’

মন্ত্রী এর আগে  রাতারগুলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত পার্কিং প্লেস, ভিজিটর শেড, ট্যুরিস্ট শপ এবং পাবলিক টয়লেটের উদ্বোধন করেন।