শাহনাজ রহমতুল্লাহ'র মৃত্যু গানের জগতের জন্য বড় ক্ষতি: মির্জা ফখরুল

শহনাজ রহমতুল্লাহবরেণ্য কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মৃত্যু গানের জগতের জন্য বড় ধরনের ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশের গানের জগতে কিংবদন্তিতুল্য একটি নাম শাহনাজ রহমতুল্লাহ।’

রবিবার (২৪ মার্চ) বিএনপির দফতর থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন। কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ শনিবার (২৩ মার্চ) রাতে বারিধারার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে... রাজিউন)।

বিএনপির মহাসচিব বলেন, ‘তার গাওয়া দেশাত্মবোধক গান আমাদের সমাজ ও সংস্কৃতিতে এক তাৎপর্যময় মাত্রা যোগ করেছে। তার গাওয়া ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি  জিয়াউর রহমানকে এত গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল যে,তিনি এই গানটিকে বিএনপির দলীয় সংগীত হিসেবে মনোনীত করেন।’

শাহনাজ রহমতুল্লাহ কণ্ঠে গাওয়া যুগজয়ী গানগুলো আগত প্রজন্মকে সমানভাবে অনুপ্রাণিত করবে বলে মন করছেন মির্জা ফখরল। তিনি আরও বলেন, তার মৃত্যু সংগীত ও সংস্কৃতির ভুবনে এক গভীর শুন্যতা সৃষ্টি করলো।

শাহনাজ রহমতুল্লাহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।