বিশিষ্ট আইনজীবী মমতাজ বেগমের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

chairman_jms-(1)20200517112443জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এবং বিশিষ্ট আইনজীবী অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (১৭ মে) এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মমতাজ বেগম বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিণী। তিনি বেগম রোকেয়া পদক পেয়েছিলেন। এর আগে গত ১৬ মে দিবাগত রাতে অ্যাডভোকেট মমতাজ বেগমের মৃত্যু হয়। ঢাকার ভূতের গলি এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার জানায়, অধ্যাপক মমতাজ বেগম গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ (১৭ মে) বাদ যোহর ঢাকার ভূতের গলি জামে মসজিদে তার জানাজা হয়। তাকে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।