ইসরাফিল আলমের মৃত্যুতে স্পিকার ও মন্ত্রীদের শোক

ইসরাফিল আলম

নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রী তার শোকবার্তায় ইসরাফিল আলমকে আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আমুর শোক প্রকাশ

ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের  উপদেষ্টা পরিষদের  সদস্য ১৪ দলের  সমন্বয়ক ও  মুখপাত্র  আমির হোসেন আমু। শোকবার্তায়  তিনি  বলেন, ‘ইসরাফিল আলম  দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের অন্যতম। শ্রমজীবী মানুষের বন্ধু  ছিলেন তিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্পিকারের শোক

ইসরাফিল আলমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ইসরাফিল আলম একাদশ জাতীয় সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দশম জাতীয় সংসদে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বস্ত্র ও পাটমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবম জাতীয় সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত  স্থায়ী কমিটি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত  স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন।

এছাড়া সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

চিফ হুইপের শোক

এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন চিফ হুইপ নূর-ই-আলম চোধুরী।  শোকবার্তায় চিফ হুইপ বলেন, ইসরাফিল আলমের ম‍ৃত‍্যুতেএ দেশ একজন প্রকৃত রাজনৈতিক সংগ্রামী নেতাকে হারিয়েছে। তিনি শ্রমজীবী মানুষের কল‍্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন।তাঁর মৃত্যু নওগাঁ তথা সমগ্র দেশের জন‍্য এক অপূরণীয় ক্ষতি।

সংসদ উপনেতার শোক

সংসদ সদস্য ইসরাফিল আলম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শোবার্তায় সৈয়দা সাজেদা চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।