ইসরাফিল আলমের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

ইসরাফিল আলমনওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার (২৭ জুলাই) শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তিনি সারাটি জীবন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়ে ইসরাফিল আলমের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।’

ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। 

এদকে, ইসরাফিল আলমের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন।

বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা পৃথক পৃথক শোক বাণীতে ইসরাফিল আলমকে শ্রমিক শ্রেণি ও গণমানুষের নেতা হিসেবে উল্লেখ করেন।

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।