বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই

চৌধুরী কামাল ইবনে ইউসুফ



সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম জানাজা বুধবার এশার নামাজের পর গুলশানস্থ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী (১১ ডিসেম্বর) শুক্রবার বেলা ৩টায় মরহুমের নিজ এলাকা ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে চৌধুরী কামালের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তিনি বিএনপি মনোনীত প্রার্থী হয়ে দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে এবং ১৯৮১ সালে বিচারপতি আবদুস সাত্তার, ১৯৯১ ও ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশ-জাতি-জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। এসব দায়িত্বে থাকাকালীন নীতি ও আদর্শ থেকে কখনও বিচ্যুৎ হননি চৌধুরী কামাল। বেগম জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা প্রশংসার দাবিদার।’ এছাড়া চৌধুরী কামালের মৃত্যুতে শোক জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এছাড়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয় অঞ্চল) শামা ওবায়েদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।