যুবলীগ নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও পরিবার বর্গের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মিলাদের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সাবেক সাংগাঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১১ জুলাই) সকাল ৯টায় টাউন জৈনকাঠীস্থ জৈনপুরী হুজুরের খানকাহ কবর স্থানে শহীদ মাহমুদুর রহমান পলাশের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশের পিতা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা, মাতা সাবেক মহিলা সাংসদ মিসেস লুৎফুন নেছা, ছোট ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক (অর্থ ও হিসাব) মো. আতিকুর রহমান মাসুম, স্ত্রী প্রভাষক রোকসানা পলাশ, ছেলে ফাহিম আরমান, মেয়ে ফারিহা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহআলম মৃধা, উপাধ্যক্ষ মো. সেলিম মৃধা, প্রদর্শক মো. মোয়াজ্জেম হোসেন, জনতা কলেজের অধ্যাপক মো. নাসির মৃধা, আওয়ামীলীগ নেতা মো. জালাল মৃধা, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জালাল মৃধা, যুবলীগ নেতা মো. অসীম মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা মো. জুয়েল মৃধা, মো. শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকলের উপস্থিতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু বকর। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে এ কর্মসূচি পালন করা হয়। এর পূর্বে টাউন জৈনকাঠী জৈনপুরী হুজুরের খানকায় কোরানখানি খতম করা হয়। আছর বাদ পুরান বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে শহীদ মাহমুদুর রহমান পলাশের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করেন তার পিতা অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা।