বিচারপতি আমির হোসেনের জানাজা সম্পন্ন 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হোসেন তালুকদার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস  কাজলসহ অসংখ্য আইনজীবী অংশ নেন।

জানাজার আগে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি আমির হোসেনের ছেলে মোসাব্বির হোসেন রাফি স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আমির হোসেন মৃত্যুবরণ করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।