‘রফিকুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের মৃত্যুতে কমিটির সদস্যবৃন্দ এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

শোক বার্তায় প্রধান সমন্বয়ক বলেন, ‘মুজিববর্ষে জাতির পিতার স্মৃতি ও তাঁর মহিমাময় কর্মের প্রতি কৃতজ্ঞ বাঙালি জাতির শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর নানা আয়োজন সফল করে তুলতে সভাপতি হিসেবে ড. মো. রফিকুল ইসলামের দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য।’    

স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নজরুল গবেষক ও লেখক ড. মো. রফিকুল ইসলাম ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অসাধারণ অবদান রাখা জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক বলেছেন, ‘তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করতেন। তার জীবন ও সাহিত্যকর্ম ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে।’