মুশতারী শফীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক শহীদজায়া মুশতারী শফীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় মন্ত্রী বলেন, তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালে তিনি চট্টগ্রামে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, শব্দসৈনিক, সাহিত্যিক, নারী নেত্রী ও সাংস্কৃতিক সংগঠক। তার মৃত্যুতে দেশ একজন মহীয়সী নারী নেত্রীকে হারালো।

এক শোকবার্তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মুশতারী শফীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, মুশতারী শফী সোমবার (২০ ডিসেম্বর) বিকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।