করোনায় মারা গেলেন চিত্রশিল্পী মাহমুদুল হক

চিত্রশিল্পী প্রফেসর মাহমুদুল হক আর নেই। মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব ফাইন আর্টসের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক তার ছোট ভাই।

বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে মরহুমকে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার বাদ জোহর তাকে বাগেরহাট রামপালে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পৈতৃক গোরস্থানে তাকে দাফন করা হবে।