যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, মরদেহ দেশে পাঠাতে সরকারের সাহায্য কামনা

যুক্তরাজ্যে বাংলাদেশি এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম ইকবাল হোসেন ভূঁইয়া (৩৮)। গ্রামের বাড়ি ফেনী‌।

তার লাশ দেশে পাঠাতে যুক্তরাজ‌্য প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চাওয়া হয়েছে।

নিউপোর্টে বসবাসরত ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাবেক শিক্ষার্থী ফয়সল রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মাস্টার্সের ছাত্র জনাব ইকবাল হোসেন ভূঁইয়া ১৯ ফেব্রুয়ারি গ‌ভীর রা‌তে কার্ডিফের রয়েল গ্লোমরগান হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী এবং তিন ছেলে-মেয়ে দেশেই ছিলেন। মেয়ের বয়স ৮ এবং জমজ দুই ছেলের বয়স ৪ বছর।

ইউনিভার্সিটি অব সাউথওয়েলেস মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সের জন্য ২০২৩ সালের জানুয়ারিতে লন্ডনে যান ইকবাল হোসেন ভূঁইয়া।

ফয়সল রহমান আরও জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর জন্য ক‌মিউ‌নি‌টির পক্ষ থেকে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশন ও বিমানের সাহায‌্য কামনা করা হয়েছে।

প্রয়োজনে যোগাযোগের নম্বর +44 7936 603942 (ঈমান)।