‘লোকসংগীত নিয়ে গবেষণায় মোস্তাফা জামান আব্বাসীর অবদান অনুকরণীয় হয়ে থাকবে’

একুশে পদকে ভূষিত প্রখ্যাত সংগীতশিল্পী, সংগীত সংগ্রাহক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম)। শনিবার (১০ মে) এক শোকবার্তায় তিনি বলেন, ‘লোকসংগীত নিয়ে গবেষণায় মোস্তাফা জামান আব্বাসীর অবদান অনুকরণীয় হয়ে থাকবে।

ওই শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন জিএম কাদের। একইসঙ্গে মরহুমের পরিবার ও ভক্ত-অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘মুস্তাফা জামান আব্বাসী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবারের অন্যতম সদস্য। তার পিতা কিংবদন্তী সংগীতশিল্পী আব্বাস উদ্দিন। মোস্তাফা জামান আব্বাসী প্রতিথযশা সংগীতশিল্পী ফেরদৌসি রহমানের ভাই। বংশ পরম্পরায় মোস্তাফা জামান আব্বাসী দেশের লোকসংগীত সংগ্রহ ও উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশের সংগীত ভুবনের যে ক্ষতি হলো তা সহসাই পূরণ হবার নয়।’

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ শুক্রবার (৯ মে) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীন বনানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।