নারী ভোটারদের কেন্দ্রে আনতে মরিয়া আইভী সমর্থকরা

ভোট দিতে যাচ্ছেন মরিয়ম বেগম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭ টি ওয়ার্ডের মধ্যে দু/তিনটি ওয়ার্ডে কিছু ভোটকেন্দ্র ছাড়া বাকিগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। দুপুর ২টা পর্যন্ত এ চিত্র দেখা গেছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিজয় অনেকখানি নারীদের ওপর নির্ভর করছে। তাই নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে কাজ করে যাচ্ছেন তিনি। ২৭টি ওয়ার্ডে নারী ভোটারের উপস্থিতি বাড়াতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তার কর্মী বাহিনী। নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন আইভী নিজেও।

জানা গেছে, ৩ নং ওয়ার্ড, ৬ নং ওয়ার্ড, ৮ নং ওয়ার্ড, ১০ নং ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডে কয়েকটি বাড়িতে স্বশরীরে হাজির হয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন আইভী। আইভীর নির্বাচন পরিচলনা কমিটির দায়িত্ব পালন করছেন এমন এক সদস্য জানান, নারী ভোটার উপস্থিতি একটু কম। আমরা ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা করছি। জানা গেছে, ভারী যান চলাচল বন্ধ থাকায় তার কর্মী বাহিনী বেশ কিছু রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করেছেন। কয়েকটি ভ্যান গাড়িও আছে।

নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি তুলনা করতে গিয়ে নারায়ণগঞ্জ বার একডেমি নারী ভোটকেন্দ্র ও পুরুষ ভোটকেন্দ্রে দেখা যায়, বুথ- ১ এ  ভোটার রয়েছেন ৩৯৩ জন। দুপুর ২টা পর্যন্ত এই বুথে নারী ভোট পড়েছে মাত্র ৮২টি। বুথ-২ এ ৩৯৪টি ভোটের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ১০২ টি। একই কেন্দ্রে পুরুষ বুথ ঘুরে দেখা গেছে, ৩৯৭টি ভোটের মধ্যে ১৭২ জন পুরুষ ভোট দিয়েছেন।  আরেকটি বুথ ঘুড়ে দেখা গেছে, ৪০০ জনের মধ্যে ২১৯ জন ভোট দিয়েছেন। বেশ কিছু কেন্দ্র ঘুরে পুরুষ ও নারী ভোটের এই পার্থক্য দেখা গেছে। তাই নারীদের ভোট কেন্দ্রে আনতে কাজ করছেন আইভীর কর্মী বাহিনী।

আরও পড়ুন:

ভোট দিতে বার একাডেমিতে শামীম ওসমান

/পিএইচ/বিটি/