ইতালিতে দুর্গোৎসব

ইতালির একটি পূজা মণ্ডপপ্রতি বছরের মতো এবারও রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন শহরে মন্দিরে মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রোমের ওম ইন্টারন্যাশনাল ও হিন্দু পূজা উদযাপন পরিষদে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এ উৎসব পালন করেন।

ইতালির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার গত রবিবার দুটি পূজা মণ্ডপই পরিদর্শন করেন। এ সময়ে তিনি বলেন, ‘এই মঙ্গল মুহূর্তে অকল্যাণ ও জরাজীর্ণ দূর হয়ে পৃথিবীতে মানবিকতা ও কল্যাণের জয়ধ্বনি হবে; যা জাগ্রত করবে শুদ্ধ জীবন ও সৎকর্মের আলো।’ এ সময় তিনি সবাইকে পূজার শুভেচ্ছা জানান।

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, ‘প্রবাসে আমরা প্রত্যেকেই পারষ্পারিক সম্পর্কে আবদ্ধ। এখানে ধর্মীয় উৎসব থেকে শুরু করে প্রতিটি আয়োজনে ঐক্যবদ্ধভাবে অবস্থান করি।’ তিনি আশা করেন, মঙ্গলে স্নাত হয়ে অসুরকে দমন করে এই সমাজে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র, ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি রব ফকির হাজী মো. জসিমউদ্দিন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী প্রমুখ।