প্রবাসীদের সহযোগিতা নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের উদ্দেশে ইমরান আহমদের চিঠি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ

প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তা করার জন্য বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে চিঠি দিয়েছেন (ডিও লেটার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। চিঠিতে রাষ্ট্রদূতদের বর্তমান পরিস্থিতিতে  বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সম্ভব সব ধরনের সহযোগিতা করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান।

চিঠিতে মন্ত্রী ইমরান আহমদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে মন্ত্রণালয় কর্তৃক বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মী ও ডায়াস্পোরার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন।

মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনের যৌক্তিক চাহিদা অনুযায়ী সেখানকার বাংলাদেশি কর্মীদের জরুরি প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাঠানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে।  একই চিঠিতে বর্তমান সময় এবং করোনাভাইরাস উত্তরণের সময়ে বাংলাদেশি কর্মীদের জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে একটি সুপারিশমালা পাঠানোর অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।